ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩০ ডিসেম্বর হচ্ছে না কালীগঞ্জ পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

আইনগত জটিলতার কারণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার ২৩৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল ওই পৌরসভায়। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানান, সীমানা নির্ধারণী জটিলতার কারণে এ ধাপে কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২০১৩ সালে পৌরসভার নতুন সীমানা নির্ধারণের সময়ে  ইউনিয়নের কয়েকটি গ্রাম পৌরসভার অর্ন্তভূক্ত হয়। সেসব গ্রামের ভোটার পৌর এলাকার ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত হয়নি। পরে তা সংশোধন করে স্থানীয় সরকার থেকে সময়মতো নির্বাচন কমিশনে না পৌঁছানোর কারণে এ জটিলতা দেখা দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, পৌরসভায় নতুন অর্ন্তভূক্ত কয়েকটি গ্রামের নাম ও ভোটারের তালিকায় কিছু ভুল ধরা পড়ে।পরে ভোটার তালিকা সংশোধন করে  ঢাকা নির্বাচন অফিসে পাঠানো হয়। এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ কারণে প্রথম ধাপে আগামী ৩০ ডিসেম্বরে ২৩৪টি পৌরসভা নির্বাচিত হলেও কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে ২য়  ধাপে অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রথমবারের মতো দলীয় প্রতীকে (মেয়র) অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪৫টি পৌরসভা নির্বাচন করার উপযোগী হলেও আইনগত জটিলতায় ৩০ ডিসেম্বরে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেডএইচ/এমএস