ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধাপরাধীদের কোনো ক্ষমা নেই : নাসিম

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে যে সকল যুদ্ধাপরাধীরা আদালতের রায়ে ফাঁসির দড়িতে ঝুলছে, তাদেরই এক সময় জিয়া, এরশাদ ও খালেদা জিয়া প্রশ্রয় দিয়েছে। ভোট ডাকাতি করে তাদের এমপি, মন্ত্রী বানিয়ে ক্ষমতাধরে পরিণত করেছেন। কিন্তু বর্তমান সরকারের আমলে তাদের আন্তর্জাতিক ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার করা হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি দেয়া হয়েছে। বাকিদের বিচারও সম্পন্ন করা হবে। যুদ্ধাপরাধীদের কোনো ক্ষমা করা হবে না। তাদের বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্ক মুক্ত করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বিদেশ থেকে দেশের মাটিতে ফিরে এসেছেন, এ জন্য তাকে সাধুবাদ জানাই। একই সঙ্গে তাকে যেন সঠিক ধারার রাজনীতি করার আহ্বান জানান তিনি। দেশের জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের কোনো ক্ষতি করলে জাতি তাকে কোনো দিনও ক্ষমা করবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে কোনো আইএস জঙ্গি নেই। জামায়াতসহ কিছু রাজনৈতিক দল দেশের অভ্যন্তরের কিছু সন্ত্রাসী দিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ সকল সন্ত্রাসী কার্যক্রম করছে। দেশের মানুষসহ প্রশাসনও সজাগ রয়েছে। বিগত দিনের মতো অসুস্থ রাজনীতির মতোই এই কর্মকাণ্ডও সফল হবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

সদ্য প্রয়াত সভাপতি আজহার আলী খান ওরফে রাজা খানের স্মরণসভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মাস্টার। এ সময় আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/পিআর