ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, ওসিসহ ৫ পুলিশ আহত

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৮ মার্চ ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ওসির গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া হেফাজতের হরতালের কর্মসূচি পালনের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

jagonews24

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, রোববার দুপুরে উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে কিছু লোক রাস্তা অবরোধ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে মাইকে ঘোষণা দিয়ে সাত-আটশ লোক জড়ো করা হয়। এসময় ওসির গাড়ি ভাঙচুর করা হয় এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিজাম উদ্দিনসহ দুইজন দারোগার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়।

হামলায় আহত ওসি নূরুল ইসলাম, এসআই পুনয়েল ও এসআই নজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমকেএইচ