ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৮ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে মাদরাসাছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পৌর সভার দক্ষিণ পৈরতলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণ হরতাল চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পুলিশের ওপর বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে। এক পর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

বিক্ষোভকারীরা বাসস্ট্যান্ড মোড়ে থাকা পুলিশ ভ্যানে আগুন জ্বালিয়ে দেয়। আশপাশের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করে। এ সময় ভিডিও করতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসজে/এমএস