সুলতান মনসুর করোনা আক্রান্ত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন।
সুলতান মনসুরের চাচাত ভাই শফিকুল ইসলাম জায়েদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সংসদ সদস্য সুলতান মনসুর কয়েক দিন ধরে জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহ-সভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।
এএইচ/এমকেএইচ