কয়েলের আগুনে ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
বগুড়ার শিবগঞ্জে কয়েল থেকে আগুন লেগে সাঈদ জামান নামের এক কৃষকের তিনটি ঘর ও গবাদিপশু পুড়ে গেছে। এসময় ওই কৃষক আসবাবপত্র ও গবাদিপশু রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত সাঈদ জামান মুরাদপুর মধ্যপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় কয়েল থেকে ঘরের বৈদ্যুতিক তারে আগুন লাগে। এরপর আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি দাউদাউ করে জ্বলে উঠে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয়া হয়।
তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি টিনের ঘর, তিনটি গরু ও ১০টি ছাগল, আসবাবপত্রসহ টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গরুর গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে।
এসএমএম/জিকেএস