আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের বেলকুচিতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বানিয়াগাঁতী স্কুল কমিটিতে আধিপত্য বিস্তারে রাজ্জাক খান ও হেলাল মণ্ডল গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে রাজ্জাক খাঁন বাজার থেকে বাড়ির ফেরার পথে হেলালের গ্রুপের লোকজন হামলা করে।
এরপর পাশের গ্রাম থেকে রাজ্জাক খাঁন গ্রুপের লোকজন এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এএসএম