ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৪ মার্চ ২০২১

চুয়াডাঙ্গায় বালু উত্তোলনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের রনজিত মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ছয়ঘরিয়া গ্রামে পাওয়ার ট্রিলারে করে বালু নিতে আসলে জাহাঙ্গীরকে বেধড়ক পিটিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান জাহাঙ্গীর আলম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, নিহত জাহাঙ্গীরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাত ভেঙে গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মূলত বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে ছয়ঘরিয়া এলাকায় দুটি গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ বালু নিতে এলে জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম