ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে আগুনে পুড়ে গেছে ২০ দোকান

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৪ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগ কার্যালয়সহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার রাত পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত ৩ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

সেখানে ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা না থাকায় পুলিশ ও এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মোবাইল, ফার্নিচার, জুতার দোকান, আবাসিক হোটেল, মুদি দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠান।
 
এলাকাবাসী জানান, সোমবার মাঝরাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুটি সেচ পাম্প দিয়ে নদী থেকে পানি তুলে প্রায় তিন  ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূইয়া জাগো নিউজকে জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
 
নূর মোহাম্মদ/এমজেড/এমএস