ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বর্গাচাষ করতে না দেয়ায় ভুট্টা ক্ষেত বিনষ্ট

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২১ মার্চ ২০২১

নওগাঁর রানীনগরে বর্গাচাষ করতে না দেয়ায় কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২০ মার্চ) রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে কৃষক ইউনুছ আলীর দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী কৃষক জানান, উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামে দেড় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেন ইউনুছ আলী। ওই জমি এর আগে বর্গাচাষ করতেন পাশের আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল গ্রামের আছির দপ্তরির ছেলে জাফের আলী, জাবেদ আলী ও কাশেম আলী। ইউনুছ আলী ভুট্টার আবাদ করার পর থেকে তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। ভুট্টার আবাদ এবার ইউনুছ আলী ঘরে তুলতে পারবে না বলেও হুমকি দেয় তারা।

স্থানীয় রেজাউল ও মান্নান বলেন, ‘ওই জমির পাশে আমাদের খিরার ক্ষেত আছে। রোববার (২১ মার্চ) সকালে ক্ষেত দেখতে গিয়ে দেখি পাশের ক্ষেতের সবগুলো ভুট্টার গাছ কেটে ফেলা হয়েছে। তারপর জমির মালিককে বিষয়টি জানাই।’

jagonews24

অভিযুক্ত জাফের আলী ও জাবেদ আলী জানান, ‘দশরত মৃধার কাছ থেকে তারা জমি কিনে নিয়েছেন। তার ছেলে ইউনুছ আলী জোরপূর্বক জমি দখল করে ভুট্টার আবাদ করেছে। তবে ভুট্টার ক্ষেত তারা নষ্ট করেনি বলে অভিযোগ অস্বীকার করেন।’

ইউনুছ আলী বলেন, ‘আমাদের জমি তারা দীর্ঘদিন থেকে বর্গাচাষ করতেন। কিন্তু এ জমি তারা নিজেদের বলে দাবি করেন। তাদের কাছে চার মাস আগে কাগজপত্র দেখতে চেয়েছি কিন্তু তারা দেখাতে পারেনি। তারপর থেকে তারা জমি দখলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দেয়।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আব্বাস আলী/আরএইচ/এমকেএইচ