ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষার্থীদের ৩৩ কোটি বই দিচ্ছে সরকার : বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বরেছেন, সরকার শিক্ষার্থীদের কাছে ৩৩ কোটি বই বিনামূল্যে বছরের ১ম সপ্তাহে পৌঁছে দিচ্ছে।

বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতার বিষয়টি জনগণকে অবহিতকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনি আধুনিক অডিটোরিয়ামে সোমবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, পরিবার পরিকল্পনা, আত্মকর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সকল জনহিতকর কর্মকাণ্ড ও সরকারের সফলতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কালকিনি উপজেলা শাখার সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা, সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল; কালকিনি পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, কালকিনি প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান।

জেলা তথ্য অফিসার দীপংকর বরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাম্মী আক্তার। আলোচনা অনুষ্ঠানের পূর্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিওকর্মী এবং উন্নয়নকর্মীসহ সহস্রাধিক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/বিএ