ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জনসাধারণকে মাস্ক পরিয়ে দিচ্ছেন গোপালগঞ্জের পুলিশ সুপার

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২১ মার্চ ২০২১

সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে।

‘মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানে রোববার (২১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

jagonews24

পরে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বাসযাত্রী ও বাসস্ট্যান্ডে থাকা সাধারণ মানুষসহ বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। একইসঙ্গে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এসএম শহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা।

jagonews24

অপরদিকে, মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বক্তব্য দেন।

এসজে/এমকেএইচ