ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লার ময়নামতিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুমোদন ছাড়াই গ্যাস লাইন সম্প্রসারণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় দুই কিমি অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি ইউনিয়নের জিয়ারপুর থেকে মোকাম ইউনিয়নের বারকোট গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সড়কের মাটি কেটে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করছিল স্থানীয় একটি সিন্ডিকেট।

গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুল জাহিদ পাভেল।

এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মো. কামাল উদ্দিন/বিএ