ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চালক-হেলপারের ছদ্মবেশে গাঁজা ব্যবসা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২০ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে চালক-হেলপারের ছদ্মবেশে ব্যবসা করা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৭১ কেজি গাঁজা, একটি মিনি ট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্রেট জব্দ করা হয়।

আটকরা হলেন, ভোলার বোরহানউদ্দিন থানার কুতুবা এলাকার মো. নূরে আলম (৪০) ও মো. আলাউদ্দিন (৫০)।

শনিবার (২০ মার্চ) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

jagonews24

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার বলেন, গ্রেফতারকৃত দুই আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে উভয়ই মাদক ব্যবসার দায়ে গ্রেফতার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রুজু রয়েছে।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে কৌশলে গাঁজা পরিবহন করে আসছিলেন।

এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসএমএম/জিকেএস