নারীর জন্য নিরাপদ নোয়াখালী গড়তে প্রচারাভিযান
নারীর জন্য নিরাপদ নোয়াখালী গড়ার প্রত্যয় নিয়ে ব্যাপক জনসম্পৃক্ততা ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে দুই বছর ব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে এ প্রচারাভিযানের উদ্বোধন করেন।
এ সময় পরিবার, সমাজ, চলারপথে, কর্মস্থলে, স্কুল-কলেজসহ বিভিন্ন সময় কিভাবে নারীরা নির্যাতিত হয়ে আসছে তার বিবরণ তুলে ধরা হয়। নোয়াখালী জেলার সর্বত্র নারী নিরাপদ থাকবে এবং দেশে একটি দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে এ প্রচারাভিযান আগামী দুই বছর জেলার বিভিন্ন স্থানে কাজ করবে। এ জন্য প্রত্যেকটি পরিবার, পুলিশ ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠন, শ্রমিক সংগঠন, স্কুল-কলেজ-মাদ্রাসা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সংগঠনসহ সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।
এছাড়া গণপরিবহনে নারীর জন্য সম্মানজনক নিরাপদ পরিবেশ, সকল চিকিৎসালয়ে নারী অগ্রাধিকার ভিত্তিক সেবা, গণপরিবহন, কর্মস্থল, স্বাস্থ্যকেন্দ্রে নারী বান্ধব পরিবেশ, নারী প্রতি কটূক্তি, উত্ত্যক্ত, সহিংসতা বন্ধসহ চারটি প্রধান দাবির কথা উল্লেখ করে সর্বশেষ আগামী দুই বছর প্রচারাভিযানের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য আবদুল আউয়াল, পপি রহমান, লাকী আক্তার, নুরুল আলম মাসুদ, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ্ এমরান মোহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল হোসেন বিষাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক ফুয়াদ হোসেন, বাংলা ভিশনের নুরুল আমিন, ইনডিপেনডেন্ট টিভির আবু নাছের মঞ্জু, দেশ টিভির আকবর হোসেন সোহাগ, একাত্তর টিভি ও জাগো নিউজ২৪.কমের মিজানুর রহমান প্রমুখ।
মিজানুর রহমান/এআরএ/পিআর