ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৮ মার্চ ২০২১

বগুড়ায় মাস্ক না পারার অপরাধে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও তাসকিনুজ্জামান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

jagonews24

ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে এক হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এবং করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসজে/জিকেএস