ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইতালি প্রবাসী হত্যা : প্রধান আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: ১০:২৮ এএম, ২৩ নভেম্বর ২০১৫

গোপালগঞ্জে ইতালি প্রবাসী নুরুল আমিন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলাম বুলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেল ৫টায় গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান নিম্মীর আদালতে এ জবানবন্দি দেন। এর আগে রোববার সকালে সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন সরদার জাগো নিউজকে জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ কিলিং মিশনে ছয়জন হত্যাকারী অংশ নেন বলে তিনি বিচারকের কাছে স্বীকার করেন। হত্যাকারী বুলু নিহত নুরুল আমিনের আপন ভগ্নিপতি। বিগত ২৯ অক্টোবর রাত ৯টার দিকে শহর সংলগ্ন ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ওইদিন ঘোষেরচর গ্রামের হাজী নাদের আলী মোল্লার ছেলে ইতালি প্রবাসি নুরুল আমিন রাতের খাবার খাওয়ার সময় চারজন মুখোশধারী ঘরের মধ্যে ঢুকে উপুর্যপরি কুপিয়ে আহত করেন। এসময় তার স্ত্রী ইরাজী বেগম (৩০) ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সেই সময় নিহতের বাবা হাজী নাদের আলি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় মূল আসামিসহ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর