ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে পেট জোড়া লাগানো শিশুর জন্ম

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৬ মার্চ ২০২১

পিরোজপুরের নেছারাবাদে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো দুটি শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় এপেক্স ক্লিনিকে ফারজানা আক্তার নামের এক নারী ওই যমজ শিশুর জন্ম দেন।

ফারজানা নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়ারুলা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

হাসপাতালের চিকিৎসক ডা. অরুণ চন্দ্র মণ্ডল বলেন, ‘শিশু দুইটির অবস্থাও আশঙ্কাজনক তাই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও স্বজনরা জানান, গত ফেব্রুয়ারি মাসে ওই নারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে সেবা ডায়াগনস্টিকে ডা. প্রিতীশের কথায় আল্ট্রাসনোগ্রাম করিয়ে আনেন। ডা. প্রিতীশ রিপোর্ট দেখে একটি সন্তানের কথা বলে তাদের আশ্বস্ত করেন। পরে হঠাৎ আজকে (মঙ্গলবার) ওই নারীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে এপেক্স ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অস্ত্রপচার শেষে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়।

এদিকে জমজ জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ওই ক্লিনিকের সামনে ভিড় জমান।

ফারজানার স্বামী রাসেল মিয়া বলেন, আমার স্ত্রী এখন সুস্থ আছেন। তবে আমার বাচ্চাদের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় ওদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএইচ/জিকেএস