‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোনো মুসলিমবিদ্বেষীকে দেখতে চাই না’
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মুসলিমবিদ্বেষী কোন খুনিকে দেখতে চাই না। এমন কোনো খুনিকে আনা হলে স্বাধীনতাকে কলঙ্কিত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানেও কোনো খুনিকে দেখতে চাই না।’
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খতমে নবুয়ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
এ সময় নবী রাসুলের (সা.) ইজ্জত রক্ষার্থে সংসদে খতমে নবুয়ত বিল পাশ করারও দাবি জানান মাওলানা মামুনুল হক।
বড় হুজুর খ্যাত বানিয়াচংয়ের প্রবীণ আলেম ও গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খ্যাতিমান মুফাসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস