ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে মাস্ক না পরায় ১৩ জনের জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৬ মার্চ ২০২১

ফেনীতে মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৩ জনের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রামাম্যাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতা তৈরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৩ জনকে ২০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দণ্ডিত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান স্বাস্থ্যবিধি পরিপালনে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

এএইচ/জিকেএস