ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০১৫

সাতক্ষীরার কলারোয়া চন্দনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ. লীগের সভাপতি আবুল হোসেনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

চন্দনপুর ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন জানান, রোববার রাতে ১২/১৫ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালিয়ে বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা-জানালা, দুটি মোটরসাইকেল, বাক্সসহ আসবাবপত্র ভাঙচুর করে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে এসআই আসাদুজ্জামানকে পাঠানো হয়েছে। হামলা ভাঙচুরের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস/এমএস