ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ১২:৪২ এএম, ১৬ মার্চ ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভুঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সফর আলী ভুঁইয়ার ভাতিজা মো. ইয়াকুব আলী ভুঁইয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসলে তাকে করোনা আইসোলেটেড ইউনিটে চিকিৎসা দেয়া হয়। গত দুই দিন অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সোমবার রাত ৮টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

প্রসঙ্গত, আলহাজ্ব সফর আলী ভুঁইয়া দীর্ঘ ৩০ বছর ধরে নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন তিনি। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তিনি ধর্মীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত ২০১৯ সালের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে জয়লাভ করে আলোচনায় আসেন সফর আলী ভুঁইয়া।

সঞ্জিত সাহা/এমএসএইচ