ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধাওয়া করে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কব্জি কর্তন

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৩ মার্চ ২০২১

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জসিম উদ্দিনের (৩৫) ডান হাতের কব্জি কেটে দিয়েছেন নুরুল ইসলাম নুরু নামে এক যুবক।

আহত জসিম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

জসিম উদ্দিন লালমোহন উপজেলার চর ভূতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিমের সাথে নুরুর দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার (১২ মার্চ ) বিকেলের দিকে নুরু জসিমকে ফোন করে চরভূতা ইউনিয়নের কক্সবাজার এলাকায় আসতে বলেন। সন্ধ্যার দিকে জসিম এলে নুরুর সাথে তার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নুরু দেশীয় অস্ত্র বের করলে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে একটি ফসলি জমির মধ্যে নিয়ে ডান হাতের কব্জি কেটে দেন। এ সময় জসিম উদ্দিনের চিৎকারের স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত আমার কাছে লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস