স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে পড়ে থাকা সেই বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে পড়ে থাকা সেই বৃদ্ধ (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে তিনি মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত বৃদ্ধের প্রেসার (উচ্চ রক্তচাপ) কোনোভাবেই কমছিল না। দুপুরের দিকে তিনি মারা যান। তার মরদেহ গোপালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃতের মরদেহ আঞ্জুমান মফিদুলে দাফন করা হবে।
তিনি বলেন, ‘হাসপাতালের ফটক থেকে উদ্ধারের পরই তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছিল। তবে বৃদ্ধের পরিচয় এখনও পাওয়া যায়নি।’
বৃহস্পতিবার (১১ মার্চ) গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনের ব্রিজের ওপর শুয়ে থাকা অসহায় অজ্ঞাত বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এর পরই উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
আরিফ উর রহমান টগর/এএএইচ/এএসএম