ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাইমচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ মার্চ ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান লাভলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন বিধায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উক্ত বিধিমালা মোতাবেক ডাক্তার মো. আবুল হাসান লাভলুকে মঙ্গলবার (৯ মার্চ) থেকে সরাসরি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত তাকে ভেটেরিনারি সার্জন ডেপুটেশন এন্ড ট্রেনিং প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকায় নাস্তা করা হলো এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম