মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৬১ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় চারটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬১ মণ জাটকা (ইলিশের পোনা) জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকের শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় চেয়ারম্যান পরিবহনের তিনটি ও অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
জাটকাগুলোর বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।
এসব জাটকা পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকায় নেয়া হচ্ছিল বলে জানান মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির।
তিনি জানান, বিভিন্ন বাসে জাটকা ঢাকায় নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকাগামী চারটি বাসের নিচের বক্স থেকে ১৫ ড্রামে ভরা ৬১ মণ জাটকা জব্দ করা হয়। পরে সন্ধ্যায় জাটকাগুলো লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
জটকা বহন করায় বাসগুলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা জে এম সিরাজুল কবির।
এসআর/এমএস