ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রচারণায় ব্যস্ত কচুয়ার সম্ভাব্য মেয়র প্রার্থীরা

প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২২ নভেম্বর ২০১৫

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ডিসেম্বেরের শেষের দিকে কচুয়া পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সম্ভাব্য মেয়র পদে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ৩ জনের নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, চাঁদপুরের কচুয়া পৌরসভাটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। গত ১৭ বছরে এ পৌরসভাটি ৩য় শ্রেণি থেকে বর্তমানে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে।

এবারের পৌর নির্বাচনটি দলীয় প্রতীকে হওয়ার কারণে কচুয়া পৌরসভার প্রেক্ষাপট আগের তুলনায় কিছুটা ভিন্ন। দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই অনেকে স্থানীয় নেতা থেকে হাইকমান্ড পর্যন্ত লবিং শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় চায়ের দোকানে এবং ছোটখাট উঠান বৈঠক করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক মনজুর আহমেদ সুজন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মনির প্রধান ও উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন (বাটা)।

বিএনপি থেকে দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের মিয়া, উপজেলা বিএনপির সদস্য মাহবুব আলম।

এদিকে, দল থেকে কারা মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভোটারদের মাঝে।
    
এসএস/এমএস