২৫ ঘণ্টা পরও সচল হয়নি রেল যোগাযোগ
দীর্ঘ প্রায় ২৫ ঘণ্টা পার হলেও কুষ্টিয়ার সঙ্গে পাঁচ জেলার রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন রেল বিভাগের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন, বগি সরিয়ে নিয়ে এখন চলছে লাইন মেরামতের কাজ।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলের নেতৃত্বে ১৭০ কর্মী টানা কাজ করছেন। গমভর্তি হওয়ায় দুটি বগি সরানো সম্ভব হয়নি। তাই লেবার দিয়ে গমের বস্তা অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
লাইনচ্যুত পাঁচ বগির মধ্যে দুইটির চাকা খুলে ও ভেঙে গেছে, যার ফলে ওই বগি দুটি চালিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। রেল পথের পাশেই রাখা হয়েছে। শনিবার (৬ মার্চ) সন্ধ্যা নাগাদ রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে পারে বলে জানান পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল।
এর আগে শুক্রবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরিদপুর যাচ্ছিল। সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত না হলেও রেল লাইনের লোহার পাঠাতন দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আল-মামুন সাগর/এএইচ/জিকেএস