আগুনে পুড়ল ৮ পরিবারের স্বপ্ন

দিনাজপুরের বোচাগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব হল আটটি পরিবার। বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলার ইশানিয়া ইউনিয়নের বারেয়া গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি ঘর, চারটি গরু ও ছয়টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের ক্যাম্প প্রধান রতন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই দিন রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। পরে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আট পরিবারের চারটি গরু, ছয়টি ছাগলসহ ১৯ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইশানিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান উৎপল রায় বুলু বলেন, ‘ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা পৌঁছানো হয়েছে বলেও তিনি জানান।’
বিজ্ঞাপন
এ বিষয় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছন্দা পাল বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তার দুই বাণ্ডিল টিন, ছয় হাজার টাকা, ৩০ কেজি করে চাল, পাঁচটি করে কম্বল, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাওনা টাকার জন্য তালা লাগিয়ে দিলো বাড়িতে, উদ্ধার করলো পুলিশ
- ২ যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে আছে
- ৩ পদ্মা পাড়ে ব্যাটারি রিসাইকেলিং কারখানা, লাখ টাকা জরিমানা
- ৪ পরিকল্পনা করে কুপিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মীকে
- ৫ নির্বাচন-বিচার যত দেরি হবে আওয়ামী লীগ ততই সুযোগ পাবে: প্রিন্স