রাস্তায় মিলল ২০৭ ভরি স্বর্ণ
চুয়াডাঙ্গায় পাকা রাস্তায় ফেলে যাওয়া প্যাকেট থেকে ২০৭ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের একটি পাকা রাস্তা থেকে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। একপর্যায়ে সীমান্তবর্তী ফুলবাড়ী বিওপির সদস্যরা বুইচিতলা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালায় তারা। এসময় পাকা রাস্তার উপর থেকে একটি প্যাকেট উদ্ধার করেন। সেখান থেকে দুই কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি ২ আনা ২ রত্তি) ওজনের ১১টি স্বর্ণের বার আটক করা হয়।
তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। এগুলো দর্শনা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম