ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রিজ ভেঙে নদীতে, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে বেইলি ব্রিজের পাটাতন ধ্বসে পড়ায় ভোগান্তিতে পড়েছে আশপাশের কয়েকটি উপজেলার হাজারও মানুষ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে শ্রীপুর পজেলার জৈনাবাজার-কাওরাইদ সড়কে চৌধুরীঘাট এলাকায় খিরু নদীর উপর নির্মিত ব্রিজের পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এতে প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় সমাজকর্মী রাহাত আকন্দ বলেন, ‘ওই সড়কটি ধরে গাজীপুরের কাপাসিয়া, ময়মনসিংহের পাগলা, গফরগাঁওসহ কয়েক উপজেলার মানুষ যাতায়াত করে। ব্রিজটি অনেক পুরনো এবং ঝুকিপূর্ণ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মালবাহী ট্রাকের চাপে ব্রিজের পশ্চিম পাশের কয়েকটি পাটাতন ধ্বসে পড়ে। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

jagonews24

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি সংস্কার করে দ্রুত যান চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।’

শ্রীপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিবেচনায় জরুরি ভিত্তিতে ওই বেইলি ব্রিজটি সংস্কারে কাজ শুরু করা হবে। পরবর্তীতে টেন্ডার আহ্বান করে নতুন একটি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।’

শিহাব খান/আরএইচ/এএসএম