ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৬ ইয়াবার মামলায় ১৮ মাসের জেল

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

ফেনীতে ২৬ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার মো. সাকিব (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাকিব ফেনী সদর উপজেলার চর হকদি গ্রামের আব্দুল করিম ক্বারী বাড়ির মো. জাফর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন দাগনভূঁঞা উপজেলার রাজাপুর গ্রামের সুবেদার সাহেব বাড়িতে বসবাস করে আসছেন।

ফেনী জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিমাইলাল সূত্রধর জানান, ২০১৮ সালের ১০ জুন সকালে দাগনভূঁঞা উপজেলার রাজাপুর সিনিয়র মাদরাসার পূর্ব পাশ থেকে ২৬ পিস ইয়াবাসহ আটক হন সাকিব। এ ঘটনায় দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী একই বছরের ১০ জুলাই তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় চারজন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি সাকিবকে এক বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এসআর/এমএস