ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশাশুনিতে নদীর গেট বন্ধ থাকায় চাষাবাদ ব্যাহত

প্রকাশিত: ১১:০২ এএম, ২০ নভেম্বর ২০১৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সীমান্তবর্তী পুটিমারি দুই ফোকড়ের গেটটি বেতনা নদীর চর ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার হাজার হাজার কৃষক।

সরেজমিনে দেখে যায়, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি, মহাজনপুর, দাদপুর, আইতলা, মহিষাডাঙ্গা অঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে পুটিমারি বিলে ধান, মাছসহ বিভিন্ন ফসল চাষ করে আসছে। কিন্তু বৃষ্টির সময় পানি নিষ্কাশন না হওয়ায় বিল পানিতে তলিয়ে যায়। চেষ্টা করলেও পানি সরানো সম্ভব হয়না। বছরের ৬ থেকে ৭ মাস এলাকার বিলগুলো পানিতে তলিয়ে থাকে।

বিলের পানি উঠা-নামার একটি মাত্র বেতনা নদীর পুটিমারি গেটটিও বন্ধ। গেটের মুখে নদীর চর জমে একেবারে ভরাট হয়ে গেছে। সেই সঙ্গে প্রভাবশালীরা দখল করে নিয়েছি খালটি। গেটটির সামনের অংশে খণ্ড খণ্ড মাছ চাষ ও গেটের পাশে অবৈধভাবে ঘর-বাড়ি তৈরি করেছে কিছু মানুষ। দ্রুত গেটের মুখের পলি অপসারণসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে স্থানীয় কৃষিজীবী ও এলাকাবাসী।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জাগো নিউজকে জানান, গেটটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। তবে তিনি উদ্যোগ গ্রহণ করে গেটটি পানি নিষ্কাশনের উপযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এমএএস/পিআর