ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে নানা আয়োজনে শিশু দিবস পালিত

প্রকাশিত: ০৯:১১ এএম, ২০ নভেম্বর ২০১৫

রাজশাহীতে ‘শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ আমাদের করণীয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে জাতিসংঘ ঘোষিত সার্বজনীন শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে একটি র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে গিয়ে শেষ হয়। পরে নিউ গভ. ডিগ্রি কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. সাদেকুল আরেফিন মতিন, বিশেষ আলোচক ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির।

নবজাগরন ফাউন্ডেশনের সভাপতি কে এম আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবজাগরন ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক ও সার্বজনীন শিশু দিবস পালন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান শাহ্।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস