ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে চামড়া ব্যবসায়ী ও কর্মচারীদের লাঠি মিছিল

প্রকাশিত: ০৮:০৩ এএম, ২০ নভেম্বর ২০১৫

চামড়া ব্যবসায়ী ও কর্মচারীকে কুপিয়ে জখম করার প্রতিবাদ এবং সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে নাটোরে লাঠি মিছিল ও সমাবেশ করেছে চামড়া ব্যবসায়ী ও কর্মচারীরা। দুপুরে নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের আয়োজনে শহরের চকবৈদ্যনাথ অফিস চত্বর থেকে লাঠি মিছিল বের করে চামড়া ব্যবসায়ী ও কর্মচারীরা।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, চামড়া ব্যবসায়ী গ্রুপের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম হিরু। এসময় বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায়  বিভিন্ন সময়ে চামড়া ব্যবসায়ী ও শ্রমিককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এসব ঘটনা পুলিশকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি তারা।

তাছাড়া সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে ব্যবসায়ীরা। সমাবেশে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং চাদাবাজি বন্ধ না হলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেয়া হয়।

রেজাউল করিম রেজা/এমজেড/এমএস