ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রকাশিত: ০৭:০০ এএম, ২০ নভেম্বর ২০১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে স্বর্ণ পাচারকারী সুখি মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় সুখিকে ভারতের বানপুর ক্যাম্পের বিএসএফ পাঁচটি স্বর্ণের বারসহ আটক করে। এসময় তার অপর দুই সহযোগী স্বর্ণ বহনকারী জিয়ার হোসেন ও জফর আলী পালিয়ে এসেছেন।
 
এলাকাবাসী জানান, জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের ফেন্না মণ্ডলের ছেলে সুখি মণ্ডল, মৃত মফিজউদ্দিনের ছেলে জিয়ার হোসেন ও রওশন আলীর ছেলে জফর আলী সকাল সাড়ে সাতটার সময় নতুনপাড়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করছিলেন। এসময় ভারতের বানপুর ক্যাম্পের বিএসএফ তাদেরকে ধাওয়া করে সুখিকে আটক করে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার জুয়েল মিয়া জাগো নিউজকে জানান, বিষয়টি শুনেছি। সঠিক তথ্য পাওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

সালাউদ্দীন কাজল/এমজেড/এমএস