ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে রেল ও সড়ক পথে ছাত্রলীগের অবরোধ

প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৯ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। অবরোধের ঘটনায় চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম রাসেল ও সহ-সম্পাদক মিঠুন চোধুরী রোববার বেলা ৩টার দিকে পরীক্ষা শেষে বের হওয়ার পর প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম-হাটহাজারী, নন্দিরহাট-পতেহাবাদ ও চট্টগ্রাম নগরের মোড়ে সড়ক অবরোধ করে। তারা ষোলশহর ও নন্দিরহাট স্টেশনে রেলপথও অবরোধ করে। এছাড়া বায়েজীদ এলাকায় বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী ৪টি বাস আটকে দেয় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। এ সময় চালকের কাছ চাবি কেড়ে নেন তারা। অবরোধের কারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী ছাত্রলীগ নেতারা অভিযোগ করে বলেন, নগর আওয়ামী লীগের সভাপতি  এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এসএম আরিফুল ইসলামের গ্রুপ হামলা চালিয়েছে।

এ দিকে এ ঘটনার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু সংগঠনের উপাচার্য অনুসারীদের দায়ী করেছেন।