ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সার কারখানায় অগ্নিকাণ্ড : তদন্তে দুই কমিটি

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশের ঘোড়াশাল সারকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তদন্তে পর অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। কিছু দিনের মধ্যে প্রধানমন্ত্রী এ সারকারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।’

এসময় নরসিংদ-২ আসনের সংসদ ডা. আনোয়রুল আশরাফ খান দিলীপ, ঘোড়াশাল পলাশ সার কারখানা প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়সমিন, সহকরী কমিশনার ভূমি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজুল হক টিপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সারকারখানায় নির্মাণ কাজ করার সময় গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সঞ্জিত সাহা/ আরইচ/জিকেএস