নোয়াখালীতে পাল্টা সংবাদ সম্মেলনের ডাক কাদের মির্জার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ শনিবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফের সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। বসুরহাট রুপালী চত্বরে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এতে শুক্রবার বিকেলে কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও অপরাজনীতি নিয়ে বক্তব্য দেবেন তিনি।
এদিকে শনিবার (২০ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বেও সংবাদ সম্মেলনের কথা রয়েছে। ওই সংবাদ সম্মেলন ঠেকাতে একই এলাকায় কাদের মির্জার নেতাকর্মীরা শনিবার সকাল ৯টায় একই এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
কাদের মির্জা সমর্থিত কমিটির চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন তার ফেসবুক আইডি থেকে প্রতিবাদ সভায় আসার জন্য সমর্থিত নেতা-কর্মীদের অনুরোধ জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ফেসবুক আইডিতে উল্লেখ করেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার ও অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চরকাঁকড়া পেশকার হাট রাস্তার মাথায়। সময় সকাল ১০টায়। সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ দুই গ্রুপের অন্তত ৩৫ জন আহত হন। বর্তমানে পুরো কোম্পানীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে।
মিজানুর রহমান/এফএ/এমএস