শত্রুতা : বিষ মেশানো ধান খেয়ে মারা গেল ২৫০ হাঁস
পাখি শিকারিদের দেয়া বিষ খেয়ে মৌলভীবাজারের বড়লেখায় এক খামারির ২৫০ টি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পোয়ালা বিলে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় খামার মালিক আলী হোসেন বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে ঘর তৈরি করে হাঁসগুলো পালন করেন। প্রায় সময়ই বিবাদীরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকেন। আলী হোসেন তাদের পাখি শিকারে নিষেধ করতেন। বিবাদীরা নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে তারা বিষ মিশিয়ে রাখেন। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলে ২৫০ হাঁস মারা যায়।
খামার মালিক আলী হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার তৈরি করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেয়া বিষ খেয়ে আমার প্রায় ২৫০ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থা খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে।’
তিনি বলেন, ‘আমি তাদের প্রায় সময় পাখি শিকারে নিষেধ করতাম। এতে তারা ক্ষুদ্ধ হয়ে আমার এতগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিষটোপ খেয়ে এক খামার মালিকের হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এসআর/এএসএম