ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ভ্যাকসিন ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

ভ্যাকসিন ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়মুলক কার্যক্রমের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু লোক এ উন্নয়নকে সহ্য করতে না পেরে অপপ্রচার চালাচ্ছেন। তারা ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের শক্তিকে নষ্ট করার জন্য অপপ্রচার চালিয়েছিলেন। কিন্তু বীর মুক্তিযোদ্ধারা কোন অপপ্রচারে কান না দিয়ে দেশের জন্য যুদ্ধ করে গেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আবারও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামানোর জন্য আস্থাভাজন সেনাবাহিনী প্রধানের নামে অপপ্রচার করা হচ্ছে। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ষড়যন্ত্র করছে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই করোনাকালেও অনেক উন্নত দেশ ভ্যাকসিন পায়নি। সেখানে আমাদের সরকার বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন নিয়ে আসলে সেখানেও অপপ্রচার চালানো হচ্ছে। ভ্যাকসিন নিলে নাকি মানুষ মারা যাবে। কিন্তু, কই এখনো কেউ মারা যায়নি।’

এসময় বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, সহকারী প্রকৌশলী মো. রইচ উদ্দিন মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস