ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

নির্মাণকাজ চলাকালীন গ্যাসলাইনের পাইপ লিক হয়ে নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

jagonews24

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। যার ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাসলাইন বিচ্ছিন্ন করার কাজ করছেন। গ্যাসলাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস