করোনায় আক্রান্ত খুলনার এমপি জুয়েল
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত সহকারী ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সেখ সালাহউদ্দিন জুয়েলের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভালো আছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, গত চার থেকে পাঁচদিন আগে সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েলের জ্বর হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তবে সংসদ সদস্যের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন।
এদিকে সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাবাসীসহ দেশবাসীর দোয়া ও প্রার্থনা কামনা করেছেন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।
আলমগীর হান্নান/ইএ