ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিফাত হত্যা মামলায় স্বামীর জামিন না মঞ্জুর

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার প্রধান আসামি স্বামী আসিফ ওরফে পিসলির জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন জামিন আবেদন না মুঞ্জুর করেন।

এদিকে, মামলায় সিফাতের তৃতীয় ময়নাতদন্তের জন্যে তদন্তকারী কর্মকর্তার আবেদন খরিজ করে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মামলার বাদী আইনজীবী অ্যাড. দিলসিতারা চুন্নি জানান, দ্বিতীয় ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট উলে­খ করা হয়েছে। কিন্তু মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজস করে ময়নাতদন্তকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্যে তৃতীয় ময়নাতদন্তের আবেদন করেছেন। আসামিদের এই মামলা থেকে মুক্তি দেয়ার জন্যে সবরকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছে বলে তার শশুরবাড়ির লোকজন দাবি করলেও পরে ময়নাতদন্তে হত্যাকাণ্ড প্রমাণিত হয়।

শাহরিয়ার অনতু/বিএ

আরও পড়ুন