ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উদ্বোধনের আগেই ধসে পড়ল ভূমি অফিস

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শেষ হতে না হতেই এর সম্মুখভাগ ধসে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সম্মুখভাগ ধসে পড়ে।

ভূমি অফিস সূত্র জানায়, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে গত বছরের শেষের দিকে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। বেতাগীর ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনের নির্মাণকাজ শুরু করে। কাজ শুরুর কয়েক মাসের মাথায় নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়ল।

jagonews24

কাজিরাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসার মো. মহসিন বলেন, ‘আমি নির্মাণাধীন নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে বেরিয়ে দেখি ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাইরের অংশ। তবে এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসআর/জিকেএস