ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১২ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ১৭৫ বিড়িশ্রমিক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

টাঙ্গাইলে বন্ধ হয়ে যাওয়া লাকি বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এমন ১৭৫ জন শ্রমিককে প্রায় ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। জনপ্রতি শ্রমিকরা পেয়েছেন ছয় হাজার ৮৫০ টাকা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শ্রমিক ফেডারেশন কার্যালয়ে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, যুগ্ম-সম্পাদক উদয় লাল গৌঁড়, মাহবুবুর রহমান খান বিপ্লব, ফ্যাক্টরির মালিক মো. শাহজাহান মিয়া, জেলা বিড়ি শ্রমিক সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

ফ্যাক্টরির মালিক শাহজাহান মিয়া জানান, গত বছরের নভেম্বর থেকে সপ্তাহে চারদিন কাজের দাবি জানিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকরা। দাবিপূরণে তারা ব্যর্থ হওয়ায় গত ১৮ নভেম্বর থেকে ফ্যাক্টরির সকল কার্যক্রম বন্ধ করে দেন। বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। এরপরও শ্রমিক নেতাদের দাবি ও মানবিক দিক বিবেচনায় ১৭৫ জন শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হলো।

জেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান খান বিপ্লব বলেন, ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরও কোনো মালিক শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেয়া, এটা ভালো দৃষ্টান্ত।

আরিফ উর রহমান টগর/এএএইচ/জিকেএস