ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাটে শীতলক্ষ্যায় মালবাহী ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে নিখোঁজ মোশারফ হোসেন ভূইয়া মিঠুর (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোশারফ হোসেন ভুইয়া নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার ফার্মেসির দোকানদার।

বৃহস্পতিবার রাত ৮টায় বন্দরের ময়মনসিংহ পট্টি এলাকাতে মরদেহটি ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার দুপুর ২টায় শহরের বরফকল ঘাটে মালবাহী ট্রলারের ধাক্কার যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় মিঠু নিখোঁজ হয়। এ সময় আরো চারজন নিখোঁজ হন।

জানা য়ায়, বুধবার সকালে বন্দরে অসুস্থ খালাকে দেখতে যান মোশারফ হোসেন। সঙ্গে ছিলো দুই শিশু খাদিজা ও ওমর। দুপুরে  শহরের বরফকল খেয়াঘাট দিয়ে মোশারফ তার দুই সন্তানকে নিয়ে শীতলক্ষ্যা নদী পাড় হওয়ার সময় একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। কয়েকজন সাতঁরিয়ে তীরে উঠে।

মোশারফ হোসেনের দুই সন্তানের মধ্যে খাদিজাকে অজ্ঞান অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে আসে কবির হোসেন, রাজীব ও মহসিন নামে তিন যুবক। তারা ওই নৌকার যাত্রী ছিলেন। শেষ পর্যন্ত প্রাণ বেঁচে যায় খাদিজা ও উমর।
 
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় মোশারফ হোসেন তার মেয়েকে কোলে নিয়ে ছিলেন। অপর সন্তানটি ছিল মোশারফ হোসেনের হাত ধরে। হঠাৎ নৌকাটি ধাক্কা দিলে কে কোথায় গেছে বুঝে ওঠতে পারেনি কেউই।

নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ তাহের খান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৮টায় বন্দরের ময়মনসিংহ পট্টি এলাকাতে মরদেহটি ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর