ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিকল্পনামন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিরাই আওয়ামী লীগের

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, `বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর মিজানুর রহমানের আমন্ত্রণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে একটি হাসপাতাল উদ্বোধন করতে আসছেন। তিনি দলীয় নেতাকর্মীদের না জানিয়ে সফরের কর্মসূচি দেন। স্থানীয় আওয়ামী লীগকে উপেক্ষা করে পরিকল্পনামন্ত্রীর এমন সফরের জন্য উপজেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা জানায়।

jagonews24

তিনি আরও বলেন, মিজানুর রহমান মিজান সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জগদল গ্রামে উনার বাড়ি। তিনি চাকরিতে থাকা অবস্থায় বিএনপির আমলে তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছেন। মন্ত্রী মহোদয় আসতে আমাদের কোনো বাধা নেই, তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের না জানিয়ে বিএনপিপন্থীর দাওয়াতে তিনি দিরাই আসছেন। সরকারের উন্নয়ন কর্মসূচিতে আওয়ামী লীগকেই বঞ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুদ্দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অবিরাম তালুকদার, সাবেক পৌর মেয়র আজিজুল রহমান বুলবুল, বর্তমান মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে নিয়ে ওই হাসপাতালটি উদ্বোধন করেন। প্রায় ৮ বছর পর আবার আগামী ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল হাসপাতালের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

লিপসন আহমেদ/ আরএইচ/জিকেএস