ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ২শ বছরের ঐতিহ্যবাহী কার্তিক পূজা মেলা

প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ নভেম্বর ২০১৫

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে কার্তিক পুজা উপলক্ষে ২শ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বুধ ও বৃহস্পতিবার এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় দুই শতাধিক দোকান বসেছিল। নানা রং বেরংয়ের বেলুন, খেলনা, মাছ, মিষ্টি, নাগরদোলাসহ বিভিন্ন ধরনের আসবাবপত্রের দোকানে মেলা প্রানবন্ত হয়ে উঠেছিল। বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের আগমনে বিকেলে মেলাটি এলাকার মানুষের মিলন মেলায় পরিণত হয়।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, উলপুরের এই মেলায় এককালে ১৫ দিনব্যাপী যাত্রাগান, পুতুল নাচ, কবি গান অনুষ্ঠিত হতো। এখন প্রতিবছর দুই দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। মেলাটি যাতে প্রতি বছর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

মেলার আয়োজক কমিটির সভাপতি ও জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক ফ ম নুরুল ইসলাম এবং মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমান মোল্লা জানান, উলপুর ইউনিয়ন পরিষদের পেছনের এই মাঠে প্রায় ২শ বছর আগে থেকে কার্তিক পূজার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ মেলা উলপুরের ঐতিহ্য, এককালে মেলা হতো ১৫ দিনব্যাপী। সেসময়ে অনুষ্ঠিত হতো যাত্রাগান, সার্কাস, পুতুল নাচ, কবিগান। বর্তমানে বছরে দুদিনব্যাপী এ মেলা হয়ে থাকে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি