সৈয়দপুরে ৩টি সিন্দুকসহ টাকা লুট
নীলফামারীর সৈয়দপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিনটি ডিলারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল তিনটি সিন্দুকসহ প্রায় কয়েক লাখ টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত ৪টার দিকে ওই ঘটনাটি ঘটে বলে পুলিশের ধারণা।
শহরের দিনাজপুর সড়কে অবস্থিত রড, সিমেন্টের ডিলার মেসার্স এল.এন ট্রেডিং কোম্পানি, মেসার্স এস.কে.বি ট্রেডিং ও মেসার্স এস.এস ট্রেডিং এর গোডাউনের তালা ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এসময় দোকানের সামনে ট্রাক লাগিয়ে ডাকাতদল আড়াল করে রাখে। ডাকাতরা ৩টি দোকান থেকে ৩টি সিন্দুকসহ প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়।
শীতের কুয়াশা ভেদ করে বৃহস্পতিবার সকাল ৯টায় দোকান খোলার সময় ঘটনাটি টের পেয়ে ব্যবসায়ীরা থানায় জানান।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চুরি হয়ে যাওয়া ৩টি সিন্দুকের মধ্যে একটি সিন্দুক শহরের অদূরে চিকলি নদীতে পাওয়া গেছে। অপর দুটি সিন্দুক উদ্ধার ও আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
জাহেদুল ইসলাম/এমজেড